মধুপুরে তারুণ্যোৎসের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৭:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে আসন্ন তারুণ্যোৎসব সফল করতে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কনফারেন্স রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন এতে সভাপতিত্ব করেন।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিবাদ্যকে সামনে রেখে তারুণ্য উৎসব ২০২৫ উদযাপনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। তিনি আরও জানান, তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে এগিয়ে নিতে সরকারের এমন উদ্যোগ। এ উদ্যোগে তরুণদের সাথে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রস্তুতি সভায় সকল সরকারি দপ্তরের প্রধানগণ, ছাত্র প্রতিনিধি ও সমন্বয়কগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। তারা সবাই সহযোগিতার মাধ্যমে সরকারি নির্দেশনার আলোকে তারুণ্য উৎসব ২০২৫ সাফল্যমণ্ডিত করার প্রত্যয় ব্যক্ত করেন।