আজকের নামাজের সময়সূচি – ১১ জানুয়ারি ২০২৫
- আপডেট সময় : ০৮:২২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা বান্দার গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করবেন। যারা নামাজের জন্য নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হয়ে নামাজের জন্য অপেক্ষা করেন, আল্লাহ তাঁদের জন্য বিশেষ রহমত পাঠান। এমন মানুষদের জন্য ফেরেশতারা দোয়া করেন এবং তাদের আধ্যাত্মিক উন্নতি ও শান্তির জন্য বরকত কামনা করেন। সময়মতো নামাজ আদায় করা এক ধরনের ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম হিসেবে কাজ করে।
একটা সুন্দর মোনাজাত!
ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।
ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি – করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।
ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।
ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।
আমীন!❤️
যে ৫ দিন রোজা রাখা নিষেধ:
১. ঈদুল ফিতরের (১ শাওয়াল) দিন।
২. ঈদুল আজহার (১০ জিলহজ) দিন।
৩. তাশরিকের দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখের দিন।
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।
বিয়োগ
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
সূত্র : ইসলামিক ফাউন্ডেশন