মধুপুরে কৃষক দলের কৃষক-কৃষাণী সমাবেশ
- আপডেট সময় : ০৮:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে কৃষক সমাবেশের অংশ হিসাবে টাঙ্গাইলের মধুপুরে কৃষক কৃষাণী সমাবেশ করেছে কৃষক দল।
রোববার বিকেলে উপজেলার বেরিবাইদ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বৈরাগী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরশেদ আলী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার।
বেরিবাইদ ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার, কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ, বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মহির উদ্দিন, প্রমূখ।
বক্তাগণ কৃষি নির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দেন।
অন্যদিকে সমাবেশে উপস্থিত কৃষকগণ সময়মতো সার, বীজ না পাওয়াসহ বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন।
কৃষকের সন্তানকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরি দেয়া এবং সুদহীন ঋণ দিয়ে স্বাবলম্বী করার দাবি করেন। জবাবে বিএনপি নেতারা কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। তারা আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।