টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী দু:স্থ অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তিন শতাধিক রোগীকে এ ফ্রি চিকিৎসা সেবা প্রদানের কথা জানিয়েছেন আয়োজকগণ।
রোববার (২৯ ডিসেম্বর) উপজেলার আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আউশনারা ক্লাব এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
রাজধানী ঢাকার শান্তিবাগ, মালিবাগের প্রশান্তি হাসপাতাল লিমিটেডের সহায়তায়
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম জানান, আউশনারা ক্লাবের পক্ষে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবার লক্ষ্যে ব্যবস্থাপত্র দিয়েছেন।
আগত রোগীদের বিনামূল্যে সেবা দেন নাক-কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডা. মাহমুদ আসিফ রিফাত, মেডিসিন রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডা. মেসবাহুল ইসলাম, মা ও শিশু রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডা. শরীফা আক্তার মিতা।
কর্মসূচিতে সেচ্ছাসেবী সংগঠন "আউশনারা ক্লাব" র সিনিয়র সহ-সভাপতি রায়হান সজীব (সোহাগ), সহ-সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আকাশ, অর্থবিষয়ক সম্পাদক সুমন আহমেদ, ছাত্রদল নেতা আবির হাসান অন্তর'সহ ৪০ জন সদস্য উপস্থিত থেকে সেবা প্রদানে সহায়তা করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, 'আউশনারা ক্লাব' একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকে সংগঠনটি আউশনারাসহ আশপাশের এলাকায় বিভিন্ন মানবিক সেবা দিয়ে আসছে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বন্যার্তদের মাঝে সহায়তা, বঞ্চিতদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে আগামীতেও এমন মানবিক সহায়তা করবে সংগঠনটি এমনটিই বলেছেন তারা।