ব্র্যাক আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় জামালপুর অঞ্চলের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ শাখার উদ্যোগে ইউপিজি সদস্যদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।
বৃহস্পতিবার চরলোটাবর গ্রাম সামাজিক শক্তি কমিটির সহযোগীতায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
২৬ জন ইউপিজি সদস্যর মাঝে এ শীতবস্ত্র বিতরণকালে-হেলথ কেয়ার সার্ভিসেস এন্ড কমিউনিটি ইন্টিগ্রেশনের সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. কামাল হোসেন, শাখা ব্যবস্থাপক বিজলী আক্তার শক্তি কমিটির সভাপতি মো সুমন, সদস্য মিল্টন উপস্থিত ছিলেন।