মধুপুরে ডিপ্লোমা নার্সদের স্নাতক সমমান করার দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৩৯৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রিধারী নার্সদের স্নাতক সমমান করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল)বেলা ১১ টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে মধুপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এমন কর্মসূচি পালন করে।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আহবানে সারাদেশের ন্যায় মধুপুরে অনুরূপ কর্মসূচি পালন হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমানের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তৃতা করেন। কর্মসূচি পালনকালে টাঙ্গাইল – জামালপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন ধরনের দাবি সম্বলিত ফেস্টুন হাতে দাঁড়িয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রী চাই’, ‘প্রাণের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’এমন নানা স্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে বক্তৃতা করেন মধুপুর নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন, খন্দকার বুলবুল, হাসিবুল হাসান শান্ত, খাদিজা,দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমন, সোহেল, প্রথম বর্ষের সাথী আক্তার,মোরশেদা, নাঈম প্রমুখ।
শালবনবার্তা২৪.কম/এআর