৪৮ পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশ।
রোববার ভোর রাতে বলিভদ্র ইউনিয়নের গণিপুর গ্রামে পরিচলিত বিশেষ অভিযানে তারা আটক হয়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ইয়াবা উদ্ধার ও দুই কারবারি আটকের কথা নিশ্চিত করেছেন।
আটকরা গণিপুর গ্রামের হবি মন্ডলের ছেলে মো. রাসেল মন্ডল ওরফে সোনা মন্ডল (৩৬) ও জোতকাশি গ্রামের খন্দকার শামসুল হকের ছেলে বিপ্লব খন্দকার(৩৮)।
পুলিশ সূত্র জানিয়েছে, দুই গ্রামে পৃথক অভিযানে
ক্রয় বিক্রেয়ের উদ্দেশ্যে সঙ্গে থাকা আটচল্লিশ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। পরে – ৩৬(১) সারণির ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারায় মামলা করে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।