টাঙ্গাইলের মধুপুরে বিশেষ চাহিদাসম্পন্ন দেড় শতাধিক বুদ্ধিপ্রতিবন্ধী ও হিজড়া কর্তৃক পরিচালিত স্বপ্নজয়ী স্কুলের ছিন্নমূল অসহায শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
সোমবার (২০ জানুয়ারি) শীতের রাতে মধুপুর পৌরশহরে বিভিন্ন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী, এতিম ও হিজড়াদের দ্বারা পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করেছেন তিনি।
শীতবস্ত্র বিতরণ শেষে শালবনবার্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন এতিম শিক্ষার্থীরাও সমাজের অংশ। বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রয়েছে। তাই তাদের পাশে দাঁড়াতে হবে। রাষ্ট্র তাদের পাশে আছে।তাদের বোঝা মনে করা যাবে না, সম্পদ মনে করতে হবে। তাদেরকে অবহেলার চোখে দেখা যাবে না।’