বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক ওনার্স অ্যাসোসিয়েন টাঙ্গাইলের মধুপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া হসপিটাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান খুররম খান ইউসুফজী (প্রিন্স) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেট্রো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজমুল হোসেন রনি৷
শনিবার দুপুরে জামালপুর রোডস্থ হাসপাতাল গেইটের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে সদস্যদের সরাসরি ভোটে এ কমিটি গঠিত হয়েছে।
কমিটি গঠনের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি বাহালুল হক নিপু। অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার সবুজ,কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, জেলা শাখার যুগ্ম সম্পাদক ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক জগলুল হায়দার সোহেল, প্রচার সম্পাদক জিয়া সহ মধুপুর উপজেলার শাখার ক্লিনিক ও ডায়াগনস্টিক হসপিটালের মালিক ও সদস্যবৃন্দ ।
নির্বাচন পরিচালনায় ছিলেন জেলা নেতৃত্ববৃন্দ ৷
এদিকে নতুন কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে। অনেকে নিরাপদ ও হয়রানীমুক্ত চিকিৎসা সেবায় নেতৃবৃেন্দর আন্তরিক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।