মধুপুর শহীদ স্মৃতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো টাঙ্গাইল জেলার শীর্ষ বিদ্যাপিঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিষ্ঠানটির সহপাঠ্য ক্রমিক কর্মসূচির এই ক্রীড়ানুষ্ঠান বিদ্যালয়ের কলেজ শাখায় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েন এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নিতাই চন্দ্র করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ, শালবন বার্তা টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম , সাবেক শিক্ষক আব্দুল লতিফ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুন্নবী শিহাব প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার প্রায় ৪০ ইভেন্টে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানে বিদ্যালয় ও কলেজ শাখার সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।