লক্ষ্য যখন কল্যাণ রাষ্ট্র
মধুপুরে সমাজ সেবা দিবসে মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৮:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযুদ্ধের লক্ষ্য যখন অনেকটাই অপূরণীয়, বৈষম্যের যাঁতাকলে সাম্য সুদূর পরাহত তখন অবশ্যম্ভাবীভাবে সৃষ্ট জুলাই আগস্টের বিপ্লবে নতুন করে বাংলাদেশ সাজানোর তাগিদ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে প্রথম দাবি একটি কল্যাণ রাষ্ট্রের। আমরা সে কল্যাণ রাষ্ট্র চাই। যে কল্যাণ রাষ্ট্রে বৈষম্য থাকবে না,সমতা ভিত্তিক জন অধিকার প্রতিষ্ঠিত হয়। যার যার অবস্থানে নিজের দায়িত্ব সঠিক ও আন্তরিকভাবে পালন করবে। জবাবদিহিতা থাকবে, থাকবে দায়বদ্ধতা। এমন কল্যাণ রাষ্ট্রের স্বপ্নের কথাই জানালেন আয়োজিত আড্ডায় অংশ নেয়া বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সেই মুক্ত আড্ডায় বক্তাগণ এমন স্বপ্নের কথা জানিয়েছেন।
উপজেলা প্রশাসন ক্যাম্পাসের গোল চত্ত্বরে ‘ মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শীর্ষক এমন কর্মসূচি পালিত হয়েছে। আড্ডার সূচনা করে সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন সভাপতির আসন গ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
আড্ডায় অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ওসি এমরানুল কবির, মধুপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সবুর, সাংবাদিক এস.এম শহীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক কমিটি মধুপুরের প্রতিনিধি সদস্য সবুজ মিয়া, গণ অধিকার পরিষদের অনিক খান, জুলাই আন্দোলনে আহত সোহান প্রমুখ।
সন্ধ্যায় মধুপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন গোল্ড মেডেলিস্ট শিল্পী লিউনা তাসনিম সাম্য ছাড়াও জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বনশ্রী গুণ স্বর্ণা, শিল্পকলা একাডেমীর রোকসানা প্রমুখ।