ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে জামায়াত ইসলামীর যুব সমাবেশ

পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করার অভিযোগ

ধর্ম ডেস্ক রিপোর্ট, শালবন বার্তা ২৪
  • আপডেট সময় : ০৮:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে যুবসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখা। সমাবেশে পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করার অভিযোগ করা হয়েছে।
শনিবার দুপুরে মধুপুর অডিটরিয়ামে
অনুষ্ঠিত যুব সমাবেশে এমন অভিযোগ করা হয়। মধুপুরের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের সহস্রাধিক যুবক অংশ নেয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলার আমীর আব্দুল কাদির। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ।
সমাবেশে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য শয়তানেরা ওঁত পেতে আছে। তারা যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে বর্তমান পরিস্থিতে তাদের বাড়ি থাকার কথা নয়। তাদের বাড়ি থেকে ধরে এনে এনে প্রতিশোধ নেওয়ার কথা। কিন্ত আমরা প্রতিশোধ পরায়ণ নই। আমরা ক্ষমা করতে জানি।
তিনি বলেন,আগামী দিনে মানুষের ভালোবাসা অর্জনের মধ্যদিয়ে ভোটের মাধ্যমে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, যুব বিষয়ক সম্পাদক বোরহানুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, শুরা সদস্য ড. মোজাম্মেল হোসাইন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রিজোয়ানুল্লাহ খান রিদুয়ান, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোল্লা মামুন আজাদ প্রমূখ।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুপুরে জামায়াত ইসলামীর যুব সমাবেশ

পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করার অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে যুবসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখা। সমাবেশে পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করার অভিযোগ করা হয়েছে।
শনিবার দুপুরে মধুপুর অডিটরিয়ামে
অনুষ্ঠিত যুব সমাবেশে এমন অভিযোগ করা হয়। মধুপুরের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের সহস্রাধিক যুবক অংশ নেয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলার আমীর আব্দুল কাদির। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ।
সমাবেশে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য শয়তানেরা ওঁত পেতে আছে। তারা যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে বর্তমান পরিস্থিতে তাদের বাড়ি থাকার কথা নয়। তাদের বাড়ি থেকে ধরে এনে এনে প্রতিশোধ নেওয়ার কথা। কিন্ত আমরা প্রতিশোধ পরায়ণ নই। আমরা ক্ষমা করতে জানি।
তিনি বলেন,আগামী দিনে মানুষের ভালোবাসা অর্জনের মধ্যদিয়ে ভোটের মাধ্যমে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, যুব বিষয়ক সম্পাদক বোরহানুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, শুরা সদস্য ড. মোজাম্মেল হোসাইন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রিজোয়ানুল্লাহ খান রিদুয়ান, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোল্লা মামুন আজাদ প্রমূখ।

 

শালবনবার্তা২৪.কম/এআর