সাম্প্রতিক নারী শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে মধুপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ

- আপডেট সময় : ০৭:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

সারাদেশে সাম্প্রতিক নারী ও শিশু ধর্ষণ,নির্যাতন ও চলমান সহিংসতার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের মধুপুর উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা দেশে চলমান সহিংসতাকারী ও শিশু নারী ধর্ষণকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেন। সামনে থেকে কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জেলা উপজেলা শাখার নেতৃত্ব বৃন্দ।
মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড দিয়ে রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড আনারস চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে।
সমাবশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি মধুপুর শাখার সদস্য মো. সবুজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, মেহেদী হাসান শিশির, যুগ্ম সদস্য সচিব জিয়াদ হাসান জীম, সংগঠক সিয়াম পিয়াস, মধুপুররের সাফকাত জুনায়েদ শাফিন, উদয় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশের একটি কুচকক্রি মহল বর্তমানে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ২৪ এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়াই এদের প্রধান লক্ষ্য। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে এদের দমন করার জন্য আহ্বান জানানো হয়।
শালবনবার্তা২৪.কম/এআর