ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০, রাস্তায আহতদের বিচ্ছিন্ন হাত পা

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১১:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলিক মহাসড়কের টেলকী বাজার এলাকায় একটি যাত্রীবাহী প্রান্তিক সার্ভিসের বাস ( বগুড়া জ- ১১-০০২৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে শিশুসহ দুইজনের হাত পা বিচ্ছিন্ন হয়েছে। এই দুইজনসহ অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ জ্যাম বেধে যায়। এক ঘন্টা জ্যাম থাকে। পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি)বিকেলের দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলের টেলকী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী ইলিয়াস রহমান জানান, বাসটি দ্রুতগতি থাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি আরও জানান, বাসের স্টাফ রতনের পা বাসের চাপায় পড়ে বিচ্ছিন্ন ও সাত বছরের এক শিশুর হাত-পা বিচ্ছিন্ন ছিলো।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আলমাছ আলী জানান, বিকেলে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী বাসটি টেলকী বাজারের আগের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে বাসের হেলপার ও শিশু সহ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর দুই তিন স্থানে বিচ্ছিন্ন হাত পা পড়ে থাকতে দেখা গেছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০, রাস্তায আহতদের বিচ্ছিন্ন হাত পা

আপডেট সময় : ১১:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলিক মহাসড়কের টেলকী বাজার এলাকায় একটি যাত্রীবাহী প্রান্তিক সার্ভিসের বাস ( বগুড়া জ- ১১-০০২৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে শিশুসহ দুইজনের হাত পা বিচ্ছিন্ন হয়েছে। এই দুইজনসহ অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ জ্যাম বেধে যায়। এক ঘন্টা জ্যাম থাকে। পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি)বিকেলের দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলের টেলকী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী ইলিয়াস রহমান জানান, বাসটি দ্রুতগতি থাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি আরও জানান, বাসের স্টাফ রতনের পা বাসের চাপায় পড়ে বিচ্ছিন্ন ও সাত বছরের এক শিশুর হাত-পা বিচ্ছিন্ন ছিলো।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আলমাছ আলী জানান, বিকেলে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী বাসটি টেলকী বাজারের আগের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে বাসের হেলপার ও শিশু সহ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর দুই তিন স্থানে বিচ্ছিন্ন হাত পা পড়ে থাকতে দেখা গেছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর