ধনবাড়ীতে বিএনপির সমাবেশ
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের তাগিদ

- আপডেট সময় : ০৮:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধানবাড়ীতে বিএনপি এক সমাবেশ করেছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন।
ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, বিশেষ অতিথি জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য শামসুজ্জামান সুরুজ, জেলা সভাপতি
হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ধনবাড়ী বিএনপি নেতা কামাল হোসেন তালুকদার মিন্টু, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, মধুপুর পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহসভাপতি আনোয়ারা খন্দকার ওরফে লিলি সরকার, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মুতালিব প্রমূখ।
বক্তাগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্য নেতাকর্মীদের প্রতি কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন।
বিশাল ওই সমাবেশে ধনবাড়ী উপজেলা ও মধুপুর উপজেলা বিএনপি উভয় উপজেলার পৌর বিএনপিসহ ছাত্রদল যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন