মধুপুর ক্লাবের ৮৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ০২:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

বন অধ্যুষিত টাঙ্গাইলের মধুপুরের সাংস্কৃতিক চর্চার প্রাতিষ্ঠানিক রূপের নাম মধুপুর ক্লাব। সাড়ে ৮ দশক আগে জন্ম নেয়া ক্লাবটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাধারণ সভা ও বার্ষিক সম্মেলন হয়ে গেল।
শনিবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ক্লাবের খগেন্দ্রনাথ চৌধুরী স্মৃতি মিলনায়তনে নানা কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালনা ও ক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। আর্থিক হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য শোয়েব আহমেদ রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, আঁখিমল চৌধুরীসহ কার্যকরী কমিটির সদস্য, সাধারণ সদস্যবৃন্দ।
ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে উঠা ক্লাবটি এবার ৮৬ তম বছর পার করছে। পবিত্র রমজানে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি থাকায় এবার কর্মসূচি এগিয়ে আনা হয়েছে। অনুষ্ঠানে বিগত কমিটি বিলুপ্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শেষে আকর্ষণীয় লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়।