ভালো নেতা হতে হলে ভালো মানুষ হতে হবে: ফকির মাহবুব আনাম স্বপন
- আপডেট সময় : ১০:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন নিজ দলের নেতাকর্মীদের প্রতি ভালো নেতা হতে হলে আগে ভালো মানুষ হওয়ার আহবান জানিয়েছেন । তিনি বলেছেন, মন বড় করতে হবে, সেক্রিফাইজ করতে হবে। আদর ও ভালোবাসা দিলে মানুষের শ্রদ্ধা পাওয়া যায়। তিনি বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা আনতে হবে। চাঁদাবাজী, দখলদারী,অর্থের বিনিময়ে শালিস করা যাবে না। উন্নত চরিত্র গঠনের আহবান জানিয়ে তিনি বলেন, শকুনের মতো প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আছে। সতর্ক থাকতে হবে। না হলে পতিত ফ্যাসিবাদ আ’লীগের পরিণতি হবে।
সোমবার বিকেলে মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রয়াত সরকার শহিদুল ইসলাম শহিদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ফকির মাহবুব আনাম স্বপন এমন কথা বলেন। তিনি আরও বলেন, সরকার শহিদ ছিলেন দানবীর। সরকার শহিদের মতো ত্যাগী নেতা তৈরি করতে হবে। সবাইকে আকৃষ্ট করার অসম্ভব ক্ষমতার অধিকারী সরকার শহিদের মতো এমন নেতা বিএনপিতে প্রয়োজন।
মধুপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত দলীয় কার্যালয় ও হোটেল আদিত্যের সামনে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। বক্তৃতা করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী, সাধারণ সম্পাদক মোতালিব খন্দকার, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএমএ সোবহান, সরকার শহিদের স্ত্রী লিলি সরকার, ছেলে আদিত্য সরকার প্রমুখ।
সরকার শহিদের স্ত্রী লিলি সরকার বলেন, সরকার শহিদ ছিলেন নেতাকর্মী ও জনবান্ধব। উদার হস্তে দান করতেন। বাজারে গিয়ে বাজারের টাকা সাহায্য প্রত্যাশীদের দিয়ে বাজার না নিয়ে বাসায় ফেরার উদাহরণ দিয়ে লিলি সরকার এই প্রয়াদ উদার নেতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
কর্মসূচিতে প্রয়াত নেতার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। অন্য দিকে একই সময়ে বিএনপির অপর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন গ্রুপ প্রয়াত সরকার শহিদের রূহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া করেছে। এতে সভাপতিত্ব করেন আব্দুল লতিফ পান্না।