ধনবাড়ীতে স্কুল পরিদর্শনে গিয়ে পাঠদান ‘ইউএনও’ আবু সাঈদের
- আপডেট সময় : ১২:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পাঠদান করলেন উপজেলার নির্বাহী অফিসার মো. আবু সাঈদ ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ) দুপুরে হঠাৎই ওই বিদ্যালয়ে গিয়ে উপস্থিত হন তিনি। শ্রেণি কক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশে পাঠ সংশ্লিষ্ট অনুপ্রেরণা ও শিক্ষামূলক কথা বলা শুরু করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে আবু সাঈদ বলেন, নিয়মিত পড়াশোনা ছাড়া ভালো ফল অর্জন করা সম্ভব নয়। অধ্যবসায়ী মানুষ সফল হবেই। মন দিয়ে পড়াশোনা করতে হবে। নিজেদেরকে সেরা স্থানে নিয়ে যেতে হবে। বাবা-বাবা-মায়ের কথা শুনতে হবে। শিক্ষকদের নির্দেশ মানতে হবে। পড়াশোনা জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।
শিক্ষার্থীরা জানায় , ইউএনও স্যার যখন ক্লাসে ঢোকেন, তখন বুঝতেই পারিনি তিনি ইউএনও। অল্প সময়ের জন্য হলেও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ইউএনও স্যার আকস্মিক স্কুলে এসে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
উপজেলার নির্বাহী অফিসার মো. আবু সাঈদ বলেন, বীরতারা প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করেছি। শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিতে পেরেছি। এছাড়াও বিদ্যালয়গুলোর অ্যাসেম্বলি নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকগণের সঙ্গে বৈঠক করেছি। টাইম ম্যানেজমেন্ট, প্ল্যানিং ও ক্যারিয়ার নিয়ে কথা হয়েছে। বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে উজ্জীবিত করণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করে তোলার পরামর্শ দেয়া হয়েছে
প্রসংশনীয় উদ্যোগ