ধনবাড়ীতে দাঁড়ানো ট্রাকের সাথে পিকআপের ধাক্কা, নিহত এক
- আপডেট সময় : ০৮:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ধনবাড়ীতে দাঁড়ানো ট্রাকের সাথে পিকআপের ধাক্কা লেগে পিকআপের চালক তুহিন(৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন রোকন(৩২) নামের পিকআপ ভ্যানের হেলপার।
বুধবার সকাল সোয়া ৬ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার রূপশান্তি এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।
নিহত তুহিন শেরপুর সদরের ধানুরপাড়া গ্রামের বাসিন্দা মন্টু মিয়ার ছেলে। আহত রোকনও একই এলাকার আরশেদ আলীর ছেলে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপ ভ্যানটি( ঢাকা মেট্রো- ন ১২-৮৯০৩) ঢাকার দিক থেকে জামালপুর হয়ে শেরপুর ফিরছিল। ঘটনা স্থলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের( ঢাকা মেট্রো ঠ ২০-৭২০৫) সাথে ধাক্কা খায়। এতে পিকআপভ্যানের চালক হেলপার দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালক তুহিনকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার উপ পরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।