ঢাকা-মধুপুর রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন
মধুপুরে বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন

- আপডেট সময় : ০৭:৫০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৩১৫ বার পড়া হয়েছে

ঢাকা-মধুপুর রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে। মধুপুরবাসীর দীর্ঘদিনে বহুল প্রত্যাশিত বিআরটিসি এসি বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে দশটায় টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্বর পাশে বিআরটিসি’র মধুপুর কাউন্টারে এসি বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।
মধুপুর থেকে ঢাকা ফার্মগেইট পর্যন্ত ৪০০ টাকা ভাড়ায় যানজট এড়িয়ে ঘাটাইল, কালিহাতি, টাঙ্গাইল বাইপাস, ভোগড়া বাইপাস (গাজীপুর), এয়ারপোর্ট, বনানী, মহাখালী এসি বাস চলাচল করবে। বিআরটিসি’র কাউন্টার রয়েছে ফার্মগেইট রাজধানী উচ্চ বিদ্যালয়, খামারবাড়ী মোড়।
উদ্বোধনকালে সুন্দর আচরণ, ভালো মানের সার্ভিস ও যাত্রীবান্ধব সেবা প্রদানের জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহব্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
উদ্বোধনের পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি নাজমুল হক, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক হোসেন শহীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সম্পাদক নাজমুল হাসান, জাতীয় নাগরিক কমিটির মধুপুরের সদস্য সবুজ মিয়া, পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহের ডিডি আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুর কায়েস, উপজেলা যুব দলের সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, যুব দল নেতা মানিক কুমার চন্দ্র প্রমুখ।