ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আদিবাসী ছাত্র জনতার উপর হামলা প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০২:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা এবং না রাখা নিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে সৃষ্ট হামলা ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে মশাল মিছিলে বিক্ষোভ প্রতিবাদের পর এবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মধুপুর উপজেলার আদিবাসী ছাত্র জনতা। গড়াঞ্চলের গারো ছাত্র সংগঠন ও স্থানীয় জনগণ এই কর্মসূচিতে অংশ নেয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিলে একই ঘটনার প্রতিবাদ হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল বাজারে জয়েনশাহী কার‌্যালয়ের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং মিছিল কর্মসূচি পালিত হয়েছে। জয়েনশাহী আদিবাসী কার্যালয়ের সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জলছত্র বাজার পর্যন্ত গিয়ে আবার একই স্থানে সমাবশে যোগ দেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি গারো নেতা অজয় এ মৃ। এতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশনের সভাপতি রঞ্জিত নকরেক,জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চিসিম,সহসভাপতি নিউটন সিমসাং গারো স্টুডেন্ট ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রলয় নকরেক,সাধারণ সম্পাদক লিয়াং রিচিল,মধুপুর শাখার তুষার নেকলা,বাগাছাস মধুপুর উপজেলা শাখার সভাপতি অজয় চিসিমি,সাবেক সভাপতি নিউটন মাজি বক্তৃতা করেন।

তারা বুধবারের ঘটনায় ১৭ জনের বেশি শিক্ষার্থী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি দাবি করে এর দায় অন্তর্র্বতীকালীন সরকার ও পুলিশ প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না বলে উল্লেখ করেন। তারা বলেন, সরকারের দ্বিধাগ্রস্ত রাষ্ট্রীয় পলিসির কারণে ‘আদিবাসীদের’ মিছিলে উগ্র জাতীয়তাবাদী সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি হামলা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় জড়িতদের গেস্খফতার ও বিচার দাবিও করেন তারা। একইসঙ্গে অবিলম্বে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সকল জাতিসত্ত¡্র সাংবিধানিকভাবে স্বীকৃতি দাবি করেন তারা।

উল্লেখ্য, নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও নির্মিত বইরে পেছনের প্রচ্ছদে ব্যহৃত ‘আদিবাসী’ শব্দটি বাদ দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে ‘ স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন। সংগঠনের দাবির মুখে ১২ জানুয়ারি বইটির পেছনের পৃষ্টার গ্রাাফিতির গাছের ৫টি পাতায় লেখা ‘ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসী; পাশে লেখা ‘ পাতা ছেঁড়া নিষেধ’ থেকে ‘আদিবাসী’ শব্দটি এনসিটিবি কর্তৃপক্ষ অনলাইন ভার্সন থেকে সরিয়ে নেয়। এরপর ‘ আদিবাসী’ শব্দটি পুনর্বহালের দাবিতে ‘সংক্ষুব্দ আদিবাসী ছাত্র জনতা’ আন্দোলন শুরু করে। এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচির এক পর্যায়ে বুধবার রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবন এলাকায় অবস্থান নেয় ‘ স্টুডেন্টস ফর সভারেন্টি’ এবং একই সময়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবাশে শেষ করে এনসিটিবি ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘সংক্ষুব্দ আদিবাসী ছাত্র জনতা’ মতিঝিলে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে ঘটে হামলা সংঘর্ষের ঘটনা। এতে বেশ কিছু আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় আদিবাসী ছাত্র জনতার উপর হামলা প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০২:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা এবং না রাখা নিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে সৃষ্ট হামলা ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে মশাল মিছিলে বিক্ষোভ প্রতিবাদের পর এবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে মধুপুর উপজেলার আদিবাসী ছাত্র জনতা। গড়াঞ্চলের গারো ছাত্র সংগঠন ও স্থানীয় জনগণ এই কর্মসূচিতে অংশ নেয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিলে একই ঘটনার প্রতিবাদ হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল বাজারে জয়েনশাহী কার‌্যালয়ের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং মিছিল কর্মসূচি পালিত হয়েছে। জয়েনশাহী আদিবাসী কার্যালয়ের সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জলছত্র বাজার পর্যন্ত গিয়ে আবার একই স্থানে সমাবশে যোগ দেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি গারো নেতা অজয় এ মৃ। এতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশনের সভাপতি রঞ্জিত নকরেক,জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চিসিম,সহসভাপতি নিউটন সিমসাং গারো স্টুডেন্ট ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রলয় নকরেক,সাধারণ সম্পাদক লিয়াং রিচিল,মধুপুর শাখার তুষার নেকলা,বাগাছাস মধুপুর উপজেলা শাখার সভাপতি অজয় চিসিমি,সাবেক সভাপতি নিউটন মাজি বক্তৃতা করেন।

তারা বুধবারের ঘটনায় ১৭ জনের বেশি শিক্ষার্থী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি দাবি করে এর দায় অন্তর্র্বতীকালীন সরকার ও পুলিশ প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না বলে উল্লেখ করেন। তারা বলেন, সরকারের দ্বিধাগ্রস্ত রাষ্ট্রীয় পলিসির কারণে ‘আদিবাসীদের’ মিছিলে উগ্র জাতীয়তাবাদী সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি হামলা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় জড়িতদের গেস্খফতার ও বিচার দাবিও করেন তারা। একইসঙ্গে অবিলম্বে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সকল জাতিসত্ত¡্র সাংবিধানিকভাবে স্বীকৃতি দাবি করেন তারা।

উল্লেখ্য, নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও নির্মিত বইরে পেছনের প্রচ্ছদে ব্যহৃত ‘আদিবাসী’ শব্দটি বাদ দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে ‘ স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন। সংগঠনের দাবির মুখে ১২ জানুয়ারি বইটির পেছনের পৃষ্টার গ্রাাফিতির গাছের ৫টি পাতায় লেখা ‘ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও আদিবাসী; পাশে লেখা ‘ পাতা ছেঁড়া নিষেধ’ থেকে ‘আদিবাসী’ শব্দটি এনসিটিবি কর্তৃপক্ষ অনলাইন ভার্সন থেকে সরিয়ে নেয়। এরপর ‘ আদিবাসী’ শব্দটি পুনর্বহালের দাবিতে ‘সংক্ষুব্দ আদিবাসী ছাত্র জনতা’ আন্দোলন শুরু করে। এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচির এক পর্যায়ে বুধবার রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবন এলাকায় অবস্থান নেয় ‘ স্টুডেন্টস ফর সভারেন্টি’ এবং একই সময়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবাশে শেষ করে এনসিটিবি ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘সংক্ষুব্দ আদিবাসী ছাত্র জনতা’ মতিঝিলে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে ঘটে হামলা সংঘর্ষের ঘটনা। এতে বেশ কিছু আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।