মধুপুরে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং প্রতিরোধে সেমিনার
- আপডেট সময় : ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ নানা সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা মধুপুর শাখা এই সেমিনারের আয়োজন করে।
শনিবার বেলা ১১ টায় উপজেলার শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী।
বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, বিবাহ বিচ্ছেদ, পিতা মাতার প্রতি অবহেলা, পারিবারিক সহিংসতা ও শিশু কিশোর কিশোরী শিক্ষার্থীদের মোবাইল আসক্তির কুফলের নানা দিক তুলে ধরে এর প্রতিরোধ নিয়ে সেমিনারে বক্তাগণ আলোচনা করেন।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জজ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শাজাহান কবির। প্রধান আলোচক ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির। বক্তব্য রাখেন মধুপর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, টাঙ্গাইল জেলা বিশেষ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউর মাসুদ রানা,আয়োজক সংগঠন অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা মধুপুর শাখার সভাপতি সার্জেন্ট(অব.) গোলাম কিবরিয়া মতি, অ্যাডভোকেট আ. জলিল প্রমুখ।
সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, রাজনীতিবিদ, সমাজপতিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।