অ্যাডভোকেট মোহাম্মদ আলী
শহীদ জিয়ার বিএনপিকে গণ মানুষের দলে পরিণত করতে হবে
- আপডেট সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, বিগত ১৭ বছরের আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদ আ’লীগ সরকারের পতন হয়েছে। এর অর্থ মানে বিএনপি ক্ষমতায় চলে গিয়েছে এমন ভাবনার সুযোগ নেই। দলের ভিতরে বাইরে নানা ষড়যন্ত হচ্ছে। আ’লীগের প্রেত্মাতা আমাদের দলের মধ্যে নানা বিভেদ তৈরির চেষ্টা করছে। এ থেকে সাবধান থাকার আহবান জানিয়ে মোহাম্মদ আলী বলেন, খালেদা জিয়া, তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির রাজনীতি করি। এই বিএনপি উন্নয়নের রাজনীতি করে। যে বিএনপি শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন। এই বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। শহীদ জিয়ার সেই বিএনপিকে গণ মানুষের দলে পরিণত করতে হবে ।
শনিবার বিকেলে ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির একটি গ্রুপ আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা বলেন।
ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আইন উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তৃতা করেন অখন্ড মধুপুর বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন, মধুপুরের সাবেক বিএনপি নেতা জয়নাল আবেদীন খান বাবলু, হুমায়ুন কবির তালুকদার, আব্দুল লতিফ পান্না, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক নেতা অধ্যাপক রেজাউল হক, অধ্যাপক আব্দুল আজিজ, আলহাজ খলিলুর রহমান , আশরাফ বিএসসি, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদসহ গত ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ, গুম খুন হওয়াদের স্মরণে এক মিনিট নিরবতা পালিত ও দোয়া করা হয়।
এ দিকে জনসভায় আসার পথে ধনবাড়ী বাসস্ট্যান্ডে প্রতিপক্ষের হামলায় ছাত্রনেতা জাকির আর বাচ্চু আহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে জনসভায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।