বিআরটিসি বাস চলাচলে বাধার অভিযোগ প্রতিবাদ ছাত্রসমাজের
- আপডেট সময় : ১১:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে শুক্রবার উদ্বোধন হওয়া বিআরটিসি বাস চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। পরিবহণ সেক্টরের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে এ বাধার সৃষ্টির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে ছাত্রসমাজ।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ কর্মসূচি পালিত হয়েছে ।
বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে সমাবেশ ছাত্র সমাজ অভিযোগ করে | মধুপুর-ঢাকা রুটে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধনের পর শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বাস চলাচল শুরু হয়। বিকেলে বিআরটিসি বাস চলাচলে বাধা প্রদান করেন বিনিময় সার্ভিস মালিক সমিতি। শনিবার সকালের নির্ধারিত বাস চলাচলে এক ঘন্টা বিলম্বে ছাড়তে বাধ্য হয়। এ নিয়ে শুরু হয় রশি টানাটানি। বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র সমাজ। শনিবার বিকেলে তারা বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশ থেকে এ রুটে বিআরটিসির বাস চলাচলে সিন্ডিকেটের যে কোনো বাধা ভাঙতে ছাত্র সমাজ প্রস্তুত থাকার কথা জানিয়েছে। একই সঙ্গে বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ছাত্রসমাজ ও বিআরটিসির চালক ও সহকারীরা। না হলে ছাত্র সমাজ সিন্ডিকেট ভাঙাতে কঠোর হওয়ার হুশিয়ারী প্রদান করেন।
সমাবেশে তারা বলেন, যাত্রী ও মধুপুরবাসীর দীর্ঘদিনে চাওয়া-পাওয়ার প্রেক্ষিতেই মধুপুর-ঢাকা রুটে বিআরটিসির বাস চলাচলের ব্যবস্থা হয়েছে। এটি বন্ধ হলে যাত্রীরা আবারো বিনিময় বাস সার্ভিসের দুর্ভোগে পড়বে।
সমাবেশের আগে বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড আনারস চত্বর থেকে শুরু হয়ে সাথী মোড় প্রদক্ষিণ করে আনারস চত্ত্বরে এসে শেষ হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মধুপুর শাখা প্রতিনিধি সদস্য মো. সবুজ মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সোহানুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনের একরামুল হক অনিক, মো.মাজহারুল ইসলাম, শাহ ইফতিম সুমন, নাইম প্রমুখ।