ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে তারুণ্যের উৎসবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট, শালবন বার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে চলমান তারুণ্যের উৎসবে (জিরো-ওয়েস্ট ব্রিগেড ক্যাম্পেইনে) বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী অফিস ও উপজেলা স্কাউটস্ যৌথভাবে জিরো ওয়েস্ট ব্রিগেড আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন নিজ হাতে এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার কাজে অংশ নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এতে উপজেলার স্কাউটসের বিভিন্ন স্তরের সদস্য বিশেষ করে বয়েজ ও গার্লস গাইডরা অংশ নেয়।

কর্মসূচির শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদিন সাগরের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শহিদুর রহমান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, সাংবাদিক এস.এম শহীদ, মধুপুর উপজেলা স্কাউটের কমিশনার তারিকুল ইসলাম, নব নির্বাচিত সম্পাদক হারুনুর রশিদ ফকির, গণঅধিকার পরিষদের একরামুল হক খান অনিক। উপস্থিত ছিলেন বৈষম্য বিরাধী ছাত্র আন্দালনের নেতা নাইম, মাজহারুল ইসলাম,মেহেদী হাসান মৃদুল প্রমুখ।

বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। সকল কাজে তাই তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। স্বাস্থ্যবিধি অনুসরণে সবাইকে উদ্বুদ্ধ করতে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান। এই অভিযানের মাধ্যমে সকলের প্রতি ম্যাসেজ হলো “আমরা সম্মিলিত প্রচেষ্টায় বাসযোগ্য মধুপুর গড়ে তুলতে চাই। দেশ বদলাতে চাই, পৃথিবীকে বদলাতে চাই”।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে তারুণ্যের উৎসবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৮:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে চলমান তারুণ্যের উৎসবে (জিরো-ওয়েস্ট ব্রিগেড ক্যাম্পেইনে) বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী অফিস ও উপজেলা স্কাউটস্ যৌথভাবে জিরো ওয়েস্ট ব্রিগেড আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন নিজ হাতে এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার কাজে অংশ নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এতে উপজেলার স্কাউটসের বিভিন্ন স্তরের সদস্য বিশেষ করে বয়েজ ও গার্লস গাইডরা অংশ নেয়।

কর্মসূচির শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদিন সাগরের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শহিদুর রহমান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, সাংবাদিক এস.এম শহীদ, মধুপুর উপজেলা স্কাউটের কমিশনার তারিকুল ইসলাম, নব নির্বাচিত সম্পাদক হারুনুর রশিদ ফকির, গণঅধিকার পরিষদের একরামুল হক খান অনিক। উপস্থিত ছিলেন বৈষম্য বিরাধী ছাত্র আন্দালনের নেতা নাইম, মাজহারুল ইসলাম,মেহেদী হাসান মৃদুল প্রমুখ।

বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। সকল কাজে তাই তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। স্বাস্থ্যবিধি অনুসরণে সবাইকে উদ্বুদ্ধ করতে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান। এই অভিযানের মাধ্যমে সকলের প্রতি ম্যাসেজ হলো “আমরা সম্মিলিত প্রচেষ্টায় বাসযোগ্য মধুপুর গড়ে তুলতে চাই। দেশ বদলাতে চাই, পৃথিবীকে বদলাতে চাই”।