মধুপুর বনের সড়কে চলন্ত পাজারোতে আগুন
- আপডেট সময় : ১০:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের সড়কে পাজরো গাড়িতে (ঢাকা মেট্রো ঘ- ১১-৭৪৭৮) অজনা কারণে আগুন লেগে ছিল।
সোমবার সন্ধ্যা ৮ টার দিকে টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনের রাস্তায় এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার কারণ হিসেবে পাজারো গাড়িতে ওয়্যারিং ত্রুটি থাকাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মধুপুর ফায়ার স্টেশন কর্মকর্তা বোরহান আলী জানান, সংবাদ পেয়ে বন এলাকার রসুলপুরের ঘটনাস্থলে গিয়ে তার নেতৃত্বে ২ টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপন করা হয়।
তিনি জানান, চলন্ত অবস্থায় গাড়িতে আগুন লাগে। গাড়িটি টাঙ্গাইল পুলিশ লাইনের ট্রেনিং কাজে ব্যবহৃত হয়। আগুন লাগার সাথে সাথেই চালক আব্দুর রশিদ নেমে পড়েন।
আগুন লাগার কারণ হিসেবে তিনি গাড়ির ওয়্যারিং ত্রুটি থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করেছেন। তিনি বলেন, গাড়ির আনুমানিক ক্ষতি ৪ লক্ষ টাকার।