৫ মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্য আটক
- আপডেট সময় : ০৬:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ ৩৩৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মসজিদের জনৈক ইমামসহ একই এলাকার দুই ব্যক্তির খোয়া যাওয়া দুই মোটরসাইকেলের খোঁজে নেমে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের একটি বড় গ্যাংয়ের সন্ধান মিলেছে। মধুপুর থানা পুলিশের একটি টিমের বিশেষ অভিযানে ওই চক্রের তিন জেলার ৫ মোটরসাইকেল চোর ও তাদের কাছে থাকা ৫ টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে মধুপুর থানা পুলিশের ওই অভিযানে।
আটকরা হলো-মধুপুর উপজেলার মাগন্তিনগর গ্রামের মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা(৩২), বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নান্দিনারচর গ্রামের বাদশা শেখের ছেলে মোনারুল হাসান মজনু (২৮), একই উপজেলার চর ছনপোচা গ্রামের আইন উদ্দিন মন্ডলের ছেলে মো. হারুন অর রশিদ (৪৫), জামালপুর সদর উপজেলার ছোনটিয়া বাজার এলাকার শাহজাহান আলীর ছেলে হারেজ আলী (৪৩) এবং একই এলাকার হেলাল খানের ছেলে ইলিয়াস (২৬)।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং- এ মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম পুলিশের এই অভিযানের বর্ণণা দেন। তিনি জানান, মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদের সফল নেতৃত্বে একটি চৌকস দল ঝুঁকি নিয়ে জেলায় জেলায় অভিযান পরিচালনা করে। তার ভাষ্য মতে, গত ১৪ জানুয়ারি এশার নামাজ কালে মধুপুর উপজেলার ইদিলপুর এমপি বাড়ির মসজিদের ইমাম পিরোজপুর বলাইদপাড় গ্রামের মাও. আব্দুল আলীমের মোটরসাইকেল খোয়া যায় মসজিদের সামন থেকে । ১৭ জানুয়ারি একই এলাকার বাসিন্দা মহিবুর হোসেনের মোটরসাইকেল চুরি হয় জলছত্র বাজারের এক মাদরাসার সামন থেকে। তারা দুইজন ১৭ জানুয়ারি রাতে মধুপুর থানায় জিডি করেন। এ দুই জিডির সূত্র ধরে পুলিশ মাঠে নামে।
প্রেস বিফ্রিং এ উল্লেখ করা হয়, ঘটনায় জড়িত থাকার সন্দেহে এলাকার চিহ্নিত আনোয়ার হোসেন রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেল ২টি চুরির কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে রানা জানায়, সহযোগী দুলাল, মানিক, ছানোয়ারদের নিয়ে মধুপুর, ঘাটাইল, ধনবাড়ী, মুক্তাগাছাসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে জামালপুরের সদর ও সরিষাবাড়ী, বগুড়ার সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় বিক্রি করে দেয়।
তার দেয়া তথ্যে জামালপুর জেলার সদর ও সরিষাবাড়ী উপজেলা থেকে দুই জনের কাছ থেকে তিনটি এবং বগুড়ার সারিয়াকান্দির প্রত্যন্ত চরাঞ্চল নান্দিনারচর, চর ছনপোচায় অভিযান পরিচালনা করে দুই জনকে আটক ও তাদের কাছ থেকে আরো দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। অভিযানের পর জিডির সূত্রে ৩৭৯ পেনাল কোর্টের ধারায় আটকদের বিরুদ্ধে মামলা রুজু দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। দুই আসামী নিজেদের জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করতে রাজি হয়।
মধুপুর থানার পরিদর্শক(তদন্ত) রাসেল আহমেদ জানান, আসামীদের আদালতে জবানবন্দি গস্খহণ চলছে।