মধুপুরে শাকিল’স কিচেন শাখার উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৩৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে
রসনা তৃপ্তির দেশ বিখ্যাত রেস্তোরা ও ফাস্ট ফুড প্রস্তুত প্রতিষ্ঠানের অন্যতম শাকিল’স কিচেন টাঙ্গাইলের মধুপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরের অনতিদূরে জামালপুর রোডের মিয়া বাড়ি সুপার মার্কেটের তৃতীয় তলায় শাকিল’স কিচেনের এই শাখা উদ্বোধন হলো। উদ্বােধন করেন প্রধান অতিথি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইদুর রহমান, মধুপুর ফায়ার ও সিভিল ডিফেন্স কর্মকর্তা বোরহান আলী। উদ্বোধনের শুরুতে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন কাশেফুল উলুম মধুপুর হাটখোলা মাদরাসার মুহতামিম সোলায়মান কাসেমী। শাকিল’স কিচেনের প্রতিষ্ঠাতা পরিচালক জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন বক্তৃতা করেন। পরে কেক কেটে শাখা উদ্বাধন ঘোষণা করেন প্রধান অতিথি ইউএনও জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইমামসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ।
শাকিল’স কিচেনের পক্ষ থেকে জানানো হয়, মনোরম পরিবেশে একদম ভিন্ন স্বাদের খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে শাকিল’স চিকেন শাখা ওপেন করলো। পারিবারিক পরিবেশ, খাদ্য মান, মূল্য, ভোজন রসিকদের সংস্কৃতি, চাহিদা রক্ষায় শাকিল’স চিকেন বদ্ধ পরিকর। সবাইকে অন্তত একবার এসে যাচাই করার আহবান জানানো হয়েছে।