মধুপুরের তারুণ্য উৎসবে বিজ্ঞান প্রযুক্তি ও পিঠা মেলা
- আপডেট সময় : ০৮:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে চলমান তারুণ্য উৎসবে যুক্ত হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞাযুক্তি সপ্তাহ। “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন দুইদিনের বিজ্ঞান প্রযুক্তি মেলা এবং সাথে পিঠা উৎসবের আয়োজন করেছে। গ্রামবাংলার ঐতিহ্য টিকিয়ে রাখার প্রয়াসে এ যৌথ আয়োজন।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বেলুন উড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি এবং পিঠা উৎসেবর উদ্বোধন করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতি গঠিত বিজ্ঞান ক্লাবের সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। উদ্বোধনী পর্বে শিশু শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর অতিথিগণ মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের বৈজ্ঞানিক ডিসপ্লে এবং পিঠার স্টল পরিদর্শন করেন। মেলার ২২ টি স্টলে এ সব প্রদর্শিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলবে এ মেলা।
এর আগে মেলার মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন। একাডেমিক সুপারভাইজর মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, উপজেলা বিজ্ঞান ক্লাবের সভাপতি মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানের শিক্ষক ফজলুল হক ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সবুজ মিয়া, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান প্রমুখ বক্তৃতা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজাহরুল ইসলাম, মেহেদী হাসান মৃদুল,জিম, নাঈমসহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণ সমাজকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করার সুযোগ সৃষ্টিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এ মেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজক সূত্র।