মোটরসাইকেল ক্রয় করে লাশ হয়ে ফিরলেন ক্রেতা
- আপডেট সময় : ১২:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
মোটরসাইকেল ক্রয় করতে বাড়ি থেকে দুই ভাই বের হয়েছিলেন। ক্রয় করে ছিলেনও। ক্রয় করা মোটরসাইকেল বাড়িতে এলো কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরতে হলো ক্রেতা মোশাররফ হোসেন মুসা(৩০) নামের ব্যক্তিকে। ট্রাকের চাপায় পড়ে ঘটনা স্থলেই প্রাণ গেছে তার। তবে মোটরসাইকেল অক্ষত আছে।
নিহত মুসা ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার হাতির তেল গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলা বাঘিলের কান্দাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই ফরিদ ও ঘটনা স্থল এলাকা ধোপাখালী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেক জানান, বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। আরেকটি মোটরসাইকেল কিনে দুইজন দুই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কেনা মোটরসাইকেলটি নিয়ে বড় ভাই সামনে এগিয়ে ছিলেন। পিছনের ছোট ভাই মুসা ঘটনা স্থলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দিকে পড়ে যান। এসময় একই দিক থেকে আসা একটি ট্রাক(অজ্ঞাত) তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল বিপরীতে পড়ে অক্ষত থাকে।
ধনবাড়ী থানার পরিদর্শক (ওসি) এস.এম শহীদুল্লাহ জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।