জীবাশ্ম জ্বালানিকে না ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ নিয়ে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে জীবাশ্ম জ্বালানিকে না বলে ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র মধুপুর সনাক।
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষ্যে রোববার বেলা ১১ টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে এমন কর্মসূচি পালিত হয়
এতে বক্তব্য রাখেন,স্বাস্থ্য বিভাগের সাবেক ডিডি সনাক সদস্য ডা. শামসুল হক, মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান। এ সময় সনাক সদস্য শামসুল আলম, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং, ইয়েস দলনেতা মো. রুহুল আমিন রনি, সহ- দলনেতা খন্দকার বদিউজ্জামান বুলবুল ছাড়াও ইয়েস সদস্য, ইন্টার্ন সদস্য ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জীবাশ্ম জ্বালানী কমিয়ে এনে এক সময় একে না করতে হবে, অর্থাৎ ব্যবহার বন্ধ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির দিকে ধাবিত হতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন তারা।
অনেক ভালো একটি প্রোগ্রাম হয়েছে।