তারুণ্যের উৎসবে যুব সমাবেশ
মধুপুরে “যুব উন্নয়ন ফাউন্ডেশন’ র আত্মপ্রকাশ”
- আপডেট সময় : ০৭:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে চলমান তারুণ্যের উৎসবে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব তরুণদের অংশগ্রহণে যুব সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশ থেকে যুবকদের আত্মনির্ভরশীল হতে উদ্ধুদ্ধ করতে ‘যুব উন্নয়ন ফাউন্ডেশন’ নামের সংগঠনের ঘোষণা এবং তার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি যুব সমাবেশের কর্মসূচি চলে। তারুণ্যের উৎসবের এ আয়োজনে প্রশিক্ষিত, আত্মকর্মী, যুব সংগঠন, যুব উদ্যোক্তা এবং যুব তরুণা অংশ গ্রহণ করেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল হোসেন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সমাবেশের বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি প্রমুখ। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক নেতৃবৃন্দসহ শতাধিক যুবক ও যুবতী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে যুব উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটি প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে। কমিটি ঘোষণা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাঈল হোসেন।
উপজেলা যুব উন্নয়ন ফাউন্ডশন এর নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো.খলিলুর রহমান, সহ-সভাপতি মাকছুদা আক্তার সোনিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মানিক মিয়া।