উন্নয়ন কাজের উদ্বোধন ও ভূমি অফিস পরিদর্শনে
শরিফা হক মধুপুর আসছেন আজ
- আপডেট সময় : ১০:১৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
জেলায় যোগদানের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো প্রশাসনিক কাজে মধুপুর আসছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। ১২ সেপ্টেম্বর জেলায় যোগদানের পর হিন্দু ধর্মাবলম্বীদের গত দুর্গোৎসবে তিনি মধুপুরের পুজামন্ডপ পরিদর্শনে এসেছিলেন। এবার প্রথম প্রশাসনিক কাজে মধুপুর আসছেন তিনি। জেলার ৫৪ বছরের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক শরীফা হক মধুপুরে এসে আজ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বাধন করবেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় মধুপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করার কথা। এগুলোর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন বাসভবন, উপজেলা চেয়ারম্যানের (বর্তমান প্রশাসক) নতুন বাসভবন, ভুমি অফিস পরিদর্শন, একাধিক পাকা রাস্তা, উপজেলা পরিষদের পাবলিক লাইব্রেরি উল্লেখযোগ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এমন তথ্যের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান তারুণ্যের উৎসবের কর্মসূচিতে ইতোমধ্যে উদ্যোগ নেয়া বিজ্ঞান ক্লাবের প্রকাশনা “ফোটন” ইংলিশ ক্লাবের মাসিক পত্রিকা “মান্থলি মধুপুর টাইমস” এর প্রথম সংখ্যা তার হাতে তুলে দেয়া হবে।
তিনি আরো জানান, এছাড়া আরো কিছু উন্নয়ন প্রকল্প ও কাজের উদ্বোধন করবেন জেলা প্রসাশক শরীফা হক।
তার আগমনে মধুপুর উপজেলা প্রশাসনে অনেকটা সাজ সাজ আয়োজন চলছে গত কয়েকদিন ধরে।
সুস্বাগতম মাননীয় ডিসি মহোদয় টাঙ্গাইল।