মধুপুরের প্রথম অনলাইন নিউজ পোর্টাল
শালবন বার্তা২৪ ডট কম উদ্বোধন করলেন ডিসি
- আপডেট সময় : ০৭:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুর থেকে সদ্য প্রকাশিত প্রথম অনলাইন নিউজ পোর্টাল শালবনবার্তা২৪.কম উদ্বোধন করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে মধুপুর উপজেলা পরিষদের পাবলিক লাইব্রেরিতে কেক কেটে ও কম্পিউটারে ব্রাউজ করে ডিসি শরীফা হক আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে শালবনবার্তা২৪. কম এর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন।
নিউজ পোর্টাল শালবনবার্তা২৪.কম এর সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী শালবন অধ্যুষিত মধুপুরের প্রথম ভার্চুয়াল প্লাটফর্মের এ গণমাধ্যম শালবনবার্তা২৪.কম। প্রকৃত গণমাধ্যম হিসেবে জনস্বার্থে কাজ করার প্রত্যয়ে এর পথচলা শুরু হলো। সামনের দিনের পথচলায় সকল স্তরের পাঠক শুভানুধ্যায়ীর সহযোগিতা কামনা করেন তিনি।
শালবনবার্তা২৪.কম এর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, প্রতিনিধি, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাবের সদস্যগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় শালবন বার্তা ২৪ ডট কম পরিবারের সদস্যগণের মধ্যে ডা. নাজমুল হোসেন রনি,লিটন সরকার, এস এম সবুজ,আরশেদ আলম, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, এসএম মাজহার, অমিত কুমার সিংহ, রিফাত, আকবর হোসেন,হাবিবুর রহমান, আব্দুল লতিফ,ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভকামনা রইলো শালবন বার্তা এগিয়ে যান
দিন দিন উন্নতির প্রত্যাশা করছি। পথ চলার সুন্দর হোক। অভিনন্দন ও শুভকামনা রইল।