ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

জামালপুর করেসপন্ডেন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিগপাইতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া মিলিটারি।

গুরুতর আহত আমজাদ ফকিরকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালকসহ ৪ জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। আর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস।

নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেছেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিএনজি অটোরিকশার চালকসহ ৪ জনের মৃত দেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটি পালিয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমরা ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। পরে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে ৪ জনের মৃত দেহ উদ্ধার করেছি।

এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

আপডেট সময় : ১২:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিগপাইতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া মিলিটারি।

গুরুতর আহত আমজাদ ফকিরকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালকসহ ৪ জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। আর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস।

নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেছেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিএনজি অটোরিকশার চালকসহ ৪ জনের মৃত দেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটি পালিয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমরা ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। পরে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে ৪ জনের মৃত দেহ উদ্ধার করেছি।

এআর