মধুপুর শহিদ ক্যাডেট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর শহিদ ক্যাডেট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে মধুপুর শহিদ ক্যাডেট স্কুলের উত্তরা আবাসিক এলাকার দ্বিতীয় শাখা ক্যাম্পাসের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে স্কুলের প্রতিযোগী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এছাড়া একাধিক নারী অভিভাবক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মধুপুর শহিদ ক্যাডট স্কুল ও শহিদ ক্যাডেট কোচিং এর নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি এসএম শহীদ, কলেজ শিক্ষক আবু কাওছার খোকন । প্রধান শিক্ষক নুরজাহান নিপাসহ শিক্ষক মন্ডলী,অভিভাবক, স্কুল পরিচালনা পরিষদের সদস্যগণ, শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।