ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শীতের রাতে ছিন্নমূল দরিদ্র মাঝে কম্বল বিতরণ

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও জুবায়ের হোসেন

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পাহাড়ি বনাঞ্চলে জেঁকে বসেছে শীত। অসহায়দের শীতের দুর্ভোগ বেড়েই চলছে। এ সময়টাতে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি রাস্তায় ঘুরে ঘুরে হঠাৎই শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। নিজ হাতে শীতবস্ত্র কম্বল তাদের গায়ে জড়িয়ে দিয়ে আলোচনায় আসছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মধুপুর উপজেলা পরিষদ চত্বর, কাকরাই বাসস্ট্যান্ড ও মোটের বাজার এলাকায় ১০০ টিরও বেশি শীতবস্ত্র (কম্বল) সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন মধুপুর উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের কাছে কম্বল পৌছে দিচ্ছেন তিনি।

কনকনে শীতের মধ্যে হঠাৎ গায়ে শীতবস্ত্র (কম্বল) জড়াতে পেরে ছিন্নমূল দুঃস্থ, অসহায়রা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে প্রথম ১০০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সারা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌছুতে চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবি, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শীতের রাতে ছিন্নমূল দরিদ্র মাঝে কম্বল বিতরণ

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও জুবায়ের হোসেন

আপডেট সময় : ০৩:১৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের মধুপুর পাহাড়ি বনাঞ্চলে জেঁকে বসেছে শীত। অসহায়দের শীতের দুর্ভোগ বেড়েই চলছে। এ সময়টাতে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি রাস্তায় ঘুরে ঘুরে হঠাৎই শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। নিজ হাতে শীতবস্ত্র কম্বল তাদের গায়ে জড়িয়ে দিয়ে আলোচনায় আসছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মধুপুর উপজেলা পরিষদ চত্বর, কাকরাই বাসস্ট্যান্ড ও মোটের বাজার এলাকায় ১০০ টিরও বেশি শীতবস্ত্র (কম্বল) সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন মধুপুর উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের কাছে কম্বল পৌছে দিচ্ছেন তিনি।

কনকনে শীতের মধ্যে হঠাৎ গায়ে শীতবস্ত্র (কম্বল) জড়াতে পেরে ছিন্নমূল দুঃস্থ, অসহায়রা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে প্রথম ১০০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সারা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌছুতে চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবি, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।