বড়দিন উপলক্ষে মধুপুরের ৮৬ গীর্জায় অনুদান বিতরণ
- আপডেট সময় : ১২:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের ৮৬ গির্জায় ৫০০ কেজি করে সরকারের উপহার হিসেবে চালের ডিও বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতর থেকে উপহার হিসেবে এই বরাদ্দ দেয়া হয়। খ্রিষ্টান নেতৃবৃেন্দর হাতে চালের ডিও তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রতন হায়দার, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা, গারো নেতা অ্যান্থনি মাংসাং, পীরগাছা প্যারিশ কাউন্সিলের সহ সভাপতি প্রণাথ মৃ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য এটি বড়দিনের শুভেচ্ছা উপহার। এ উপহার সুষ্ঠুভাবে ব্যবহারের আহবান জানিয়ে তিনি গির্জায় গির্জায় বড়দিন পালনে নিরাপত্তা বিধানে প্রশাসনের বাড়তি নিরাপত্তা জোরদার থাকবে বলে আশ্বাস প্রদান করেন। যেকোনো সমস্যার সম্মুখীন হলে প্রশাসনের সহযোগিতা পেতে তাৎক্ষণিক অবহিত করার আহ্বান করেন তিনি।
বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বী সকলকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন।