সংবাদ শিরোনাম :
মধুপুরে অবৈধ মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
স্টাফ করেসপন্ডেন্ট শালবন বার্তাটোয়েন্টিফোর.কম
- আপডেট সময় : ১২:২৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে জমির মাটি বেআইনিভাবে কেটে পাচার করার দায়ে জড়িতদের বিরুদ্ধে অর্থদন্ড ও কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় ০৮ একর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা সহকারী(ভূমি) রিফাত আনজুম পিয়া।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিনি জব্দ ৬টি ট্রাক ও ১টি এক্সক্যাভেটর এবং মাটি কাটায় জড়িত ৬ জন ব্যক্তিকে দায়ী করেন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
বিচারক ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এ ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ মাটি কাটা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।