কেবল পুড়ে যাওয়ায় টাঙ্গাইলের ৩ লাখ পল্লী বিদ্যুৎ গ্রাহক দুর্ভোগে
- আপডেট সময় : ০৮:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইল বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের কেবল পুড়ে গিয়ে বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় টাঙ্গাইল জেলার পাঁচটি উপজেলার ৩ লাখ পল্লী বিদ্যুৎ গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
রোববার ভোর রাতে ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় ঘাটাইল গ্রিডের কেবল পুড়ে যাওয়ায় গ্রাহকদের এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ মধুপুর জোনাল অফিসের ডিজিএম নুরুল আমিন এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ভোর রাতে কেবল পুড়ে যাওয়ায টাঙ্গাইলের মধুপুর, গোপালপুর, ভুঞাপুর, ঘাটাইল ও ধনবাড়ীর তিন লক্ষাধিক গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছোনো যাচ্ছে না। টাঙ্গাইল, জামালপুর ও ময়মনসিংহ স্টেশন থেকে টেনেটুনে কিছুটা স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি খুব দ্রুত পরিস্থিতি উত্তরণের চেষ্টার কথা জানিয়েছেন। তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ঘাটাইল গ্রিডের পাকুটিয়া স্টেশন পরিদর্শনে উধর্তন কর্তৃপক্ষ ইতোমধ্যে এসেছিলেন।
নুরুল আমিন জানান, এই গ্রিড থেকে পিক সিজনে ৮৫ মেঘাওযাট বিদ্যুৎ সরবরাহ হয়। এখন ৪০ -৪৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ছিল।