মধুপুরে রাম জীবন উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ও নবীন বরণ
- আপডেট সময় : ১০:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে রাম জীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামে প্রয়াত বাবু সন্তোষ কুমার ম্রং প্রতিষ্ঠিত রাম জীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বই উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
পরে বিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার।
বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন, মধুপুর শিক্ষক সমিতির সভাপতি এস এম আবুল বাশার, রাম জীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিন,সিনিয়র শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম ওবায়দুল্লাহ, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রাম জীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তামসী তন্দ্রা ম্রং।
পরে অতিথিবৃন্দ নতুন বছরের বই উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সহপাঠ্যক্রমিক কার্যক্রমে এগিয়ে যেতে হবে। বির্তক প্রতিযোগিতা, খেলাধুলা করতে হবে।