মধুপুরের তিন ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা

- আপডেট সময় : ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার তিনটি ইট ভাটায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভাটা মালিকদের ৫ লাখ টাকা জরিমানা করেছেন।
সোমবাব (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ ও পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা পরিচালনা করে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার ব্রিগ্রেডের পৃথক দুটি টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,
মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে ভাটা মালিকদের ৫,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পানি দিয়ে চুল্লী নিভিয়ে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
শালবনবার্তা২৪.কম/এসআই