ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরের তিন ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার তিনটি ইট ভাটায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভাটা মালিকদের ৫ লাখ টাকা জরিমানা করেছেন।

সোমবাব (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ ও পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা পরিচালনা করে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার ব্রিগ্রেডের পৃথক দুটি টিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,
মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে ভাটা মালিকদের ৫,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পানি দিয়ে চুল্লী নিভিয়ে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

শালবনবার্তা২৪.কম/এসআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুপুরের তিন ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলার তিনটি ইট ভাটায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভাটা মালিকদের ৫ লাখ টাকা জরিমানা করেছেন।

সোমবাব (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ ও পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা পরিচালনা করে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার ব্রিগ্রেডের পৃথক দুটি টিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,
মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে ভাটা মালিকদের ৫,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পানি দিয়ে চুল্লী নিভিয়ে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

শালবনবার্তা২৪.কম/এসআই