সংবাদ শিরোনাম :
তিন দিন পর ঘুম ভাঙলো বাফুফের

ক্রীড়া করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

দেশের নারী ফুটবলের গভীর সংকটের মধ্যেই সুখবর হয়ে এসেছিল একুশে পদক। এ বছর ঘোষিত একুশে পদক প্রাপ্তদের তালিকায় আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার পাওয়ার পর মেয়েদের আনুষ্ঠানিকভাবে কোনো অভিনন্দন জানায়নি বাফুফে। অথচ দেশের খেলাধুলায় প্রথম দল হিসেবে এই পুরস্কার পেয়েছেন সাবিনা-কৃষ্ণারা।
বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এই পুরস্কার ঘোষণা করে। এ নিয়ে সামাজকি যোগাযোগমাধ্যমে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে অনেকে। অভিনন্দন না জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়ে বাফুফে।
অবশেষে তিন দিন পর ঘুম ভেঙেছে সাবিনাদের অভিভাবক সংস্থা বাফুফের। শনিবার তারা আনুষ্ঠানিকভাবে দিয়েছে অভিনন্দনবার্তা।