ধনবাড়ীতে প্রাইভেটকার ও ভ্যানরিক্সার সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

- আপডেট সময় : ০৫:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রাইভেটকার ও ভ্যানরিক্সার সংঘর্ষে মর্জিনা ( ৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ভ্যানচালক লাল মিয়া(৪৫)মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল -জামালপুর আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইল -জামালপুর সীমানা এলাকার ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া আয়নালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের অজিনাথপুর গ্রামের বাসিন্দা।
ভ্যানচালক লাল মিয়ার ভাই হারুনুর রশিদ জানান,
নিহত মর্জিনা বেগম লাল মিয়ার ভ্যানে করে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
স্থানীয় গ্রাম পুলিশ নিশি জানান, জামালপুর থেকে ঢাকাগামী প্রাইভেট কার নাথেরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যানের যাত্রী মর্জিনা ও ভ্যানচালক লাল মিয়া (৪৫) গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে জামালপুরে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। রাস্তায় মর্জিনার মৃত্যু হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে লাল মিয়াকে।
ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও মৃত্যুর তথ্য দিতে পারেননি। তিনি জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রাইভেট কারটি কে থানায় আনার ব্যবস্থা করা হয়েছে।