মধুপুরে সততা স্টোর উদ্বোধন

- আপডেট সময় : ০৭:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইলের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন।
উপজেলার এ এইচ বি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বজলুর রশীদ খান চুন্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আফরোজ, দুপ্রকের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সদস্য ডা. নাজমুল হোসেন রনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ প্রমূখ।
এরপরে ইমাম হোসেনের সভাপতিত্বে নেদুর বাজার উচ্চ বিদ্যালয়েও সততা স্টোর উদ্বোধন করা হয়।
সেখানেও উপপরিচালক মো. ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উভয় অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।