মধুপুর শহীদ স্মৃতিতে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব

- আপডেট সময় : ০৮:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

উত্তর টাঙ্গাইলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীসহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতির পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নিতাই চন্দ্র কর এতে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির৷
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথম পর্ব সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন পরিচালনা করেন। ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতি শ্রেণিতে মেধাবী এবং এক বছর থেকে টানা ৫ বছর ক্লাসে শতভাগ উপস্থিতসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী পুরস্কৃত হয়েছে।
দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনূষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনা করে নাজিয়া, স্নেহা, সাদিয়া ইসলাম সারা, কোয়েল, ইউশা।
শালবন বার্তাকে অসংখ্য ধন্যবাদ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসবকে উপস্থাপন করার জন্য।