শেষ হলো ১৬ প্রহরের মহানাম যজ্ঞানুষ্ঠান

- আপডেট সময় : ০৪:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

অষ্টকালীন লীলা ও নাম কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো টাঙ্গাইলর মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামের ১৬ প্রহরের মহানাম যজ্ঞানুষ্ঠান। বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার শুভ কামনায় এলাকার কৃষ্ণ ভক্ত বৃন্দের উদ্যোগে ১৩তম বার্ষিক মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন হয়।
শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রায় ৪ দিনের এ কর্মসূচি শেষ হয়েছে।
২১ ফেব্রুয়ারি শেষ দুপুরে লীলা কীর্তনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, প্রয়াত সরকার সহিদের স্ত্রী লিলি সরকার, বিএনপি নেতা খন্দকার মোতালিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সবুজ মিয়াসহ অনেকে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। আয়োজকদের পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ড. উত্তম কুমার দাস এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্ব শান্তি শুভ কামনায় কৃষ্ণ ভক্তবৃন্দের উদ্যোগে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান হয়ে থাকে। পৌর ভবনের পিছনে বঙ্কিম চন্দ্র দাস (মদন বাবু) এর বাসভবন সংলগ্ন মন্দির প্রাঙ্গণে প্রতি বছর এ আয়োজন হয়। প্রয়াত বঙ্কিম চন্দ্র দাসের (মদন বাবু) ১৩ তম তিরোধান দিবস উপলক্ষে মধুপুরের বোয়ালী আনন্দময়ী মঠ প্রাঙ্গণে এবারো এ আয়োজন হয়েছিল
। মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনে বিভিন্ন অঞ্চলের কীর্তন দল অংশ নেয়।