সংবাদ শিরোনাম :
ধনবাড়ীতে ভূমিহীন সমিতির ২৪ তম সম্মেলন অনুষ্ঠিত

ধনবাড়ী করেসপন্ডেন্ট, শালবন বার্তা-২৪ ডট কম
- আপডেট সময় : ১০:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভূমিহীন সমিতি উপজেলা কমিটির আয়োজনে ভূমিহীন সমিতির ২৪ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষের সমতা এবং শোষিত ভূমিহীন জনগোষ্ঠীর অধিকার আদায়ের দাবিতে ধনবাড়ীতে ভূমিহীন সমিতির ২৪ তম উপজেলা সম্মেলন।
শনিবার ২২ (ফেব্রুয়ারি) সকালে ১১ টায় ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে সম্মেলনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভূমিহীন সমিতি ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন, ধনবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস,মামুনুর রশিদ টিয়া, দৈনিক যুগান্তর পত্রিকার ধনবাড়ী- মধুপুর প্রতিনিধি শহিদুল ইসলাম, নিজেরা করি সমিতির অঞ্চল সম্বয়ক ফজলুল হক যদুনাথপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকসহ আরো গণমান্য অতিথিবৃন্দ সহ ধনবাড়ী উপজেলার ভূমিহীন সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।