মধুপুর শহিদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর শহিদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে মধুপুর শহিদ ক্যাডেট স্কুলের উত্তরা আবাসিক এলাকার দ্বিতীয় শাখা ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে স্কুলের সকল শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এছাড়া অভিভাবকদের অংশ গ্রহণমূলক খেলার আয়োজনও ছিল।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মধুপুর শহিদ ক্যাডট স্কুলের প্রধান শিক্ষক নূরজাহান নিপা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর শহিদ ক্যাডটে স্কুল ও কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম (শহিদ)এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম শহীদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন অভিভাবক গোলাপ হোসেন, মো সেলিম পারভেজ, মধুপুর শহিদ ক্যাডেট স্কুলের পরিচালনা পরিষদের সদস্য শিলা খানম প্রমুখ।